আন্তর্জাতিক ডেস্ক :
আফগানিস্তানে সর্বশেষ জোড়া বিস্ফোরণের ঘটনা আফগানিস্তান ছাড়ার আশা নিয়ে বিমানবন্দরের বাইরে ভিড় করা অনেকের স্বপ্নকে পরিণত করেছে দুঃস্বপ্নে। বিস্ফোরণে বেঁচে ফেরা একজন জানিয়েছেন, বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরের বাইরে তিনি ‘কেয়ামত’ দেখেছেন। তিনি বলেছেন, এই জীবনে কেয়ামত দেখা সম্ভব নয়। কিন্তু আমি আজ কেয়ামতই দেখেছি। নিজের চোখে দেখেছি। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে এমনটাই বলেছেন তিনি। বেঁচে ফেরা এ ব্যক্তি একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার সাবেক কর্মী, যুক্তরাষ্ট্রের বিশেষ অভিবাসী ভিসাও আছে তার। বৃহস্পতিবার আরও কয়েক হাজার মানুষের মতো তিনিও হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলেন বিমানবন্দরের ফটক পেরিয়ে ভেতরে ঢোকার আশা নিয়ে। ভেতরে যেতে পারলে হয়তো কোনো একটি ফ্লাইটে চেপে আফগানিস্তান ছাড়তে পারবেন।