আমার স্বপ্ন সত্যি হলো: রোনালদো

আমার স্বপ্ন সত্যি হলো: রোনালদো

খেলাধুলা

চরম নাটকীয়তার জন্ম দিয়ে জুভেন্তাস ছেড়ে পুরনো ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে পড়ি জমিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আজ দুই বছরের জন্য আনুষ্ঠানিক চুক্তি সাক্ষরও হয়ে গেছে। এর মাঝেই সোশ্যাল সাইটে দীর্ঘ এক পোস্টের মাধ্যমে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রতি ভালোবাসা প্রকাশ করলেন ৩৬ বছর বয়সী এই সুপারস্টার। ইনস্টাগ্রামে পর্তুগিজ তারকা লিখেছেন, ‘আমাকে যারা চেনেন, তারা জানেন ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতি আমার ভালোবাসা কখনো শেষ হওয়ার নয়। এখানে কাটানো বছরগুলো ছিল দুর্দান্ত, যে পথ আমরা তৈরি করেছি, তা ক্লাবটির ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে। এখন কেমন লাগছে, তা বোঝাতে পারব না। এটা স্বপ্ন সত্যি হওয়ার মতো। এমনকি ইউনাইটেডের প্রতিপক্ষ হিসেবেও গ্যালারি থেকে ক্লাবটির সমর্থকদের কাছ থেকে ভালোবাসা পেয়েছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *