আবেগঘন পোস্ট দিয়ে টেস্ট থেকে রুবেলের বিদায়

আবেগঘন পোস্ট দিয়ে টেস্ট থেকে রুবেলের বিদায়

অনলাইন ডেস্ক :

সর্বশেষ ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় দলের হয়ে লাল বলে মাঠে নেমেছিলেন বাংলাদেশের পেসার রুবেল হোসেন। তারপর থেকে জাতীয় দলে খেলার সুযোগ পাননি এই ক্রিকেটার। এদিকে, টেস্ট দলে জায়গা হারানো রুবেল এখন লাল বলে নিজেকে বিবেচনা করছেন না।

তাই সোমবার (১৯ সেপ্টেম্বর) ফেসবুকে এক পোস্টের মাধ্যমে প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন জাতীয় দলের এই পেসার। সামনের মাস থেকে শুরু হতে চলা ক্রিকেট জাতীয় লিগে এখন থেকে আর খেলবেন না বলে বিসিবিতে ইতিমধ্যে চিঠিও দিয়েছেন রুবেল।

নিজের পোস্টে রুবেল লেখেন, ‘আসসালামু আলাইকুম আমি একটা বিষয় একটু জানাতে চাই! আজকে বিসিবিতে অফিশিয়ালি চিঠি দিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিলাম। বাংলাদেশ জাতীয় দলের পাইপলাইন শক্তিশালী করার ক্ষেত্রে লংগার ভার্সন টুর্নামেন্টগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমি মনে করি এই টুর্নামেন্টগুলোতে তরুণ পেসাররা যত বেশি সুযোগ পাবে, আমাদের পাইপলাইন তত মজবুত হবে। তাই তরুণ ক্রিকেটারদেরকে সুযোগ করে দেয়ার জন্য আমি লাল বলের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। বাংলাদেশের ২৭টি টেস্ট ম্যাচ খেলার সৌভাগ্য হয়েছে আমার। যা আমার ক্যারিয়ারের অন্যতম অর্জন। আমি বিশ্বাস করি, লাল বলের ক্রিকেটে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের এই পথচলায় আমাকে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। আশা করছি সামনের দিনগুলোতে আপনাদের পাশে পাবো। টেস্ট থেকে বিদায় নিয়েছি। তবে, ওয়ানডে এবং টি২০ ফরম্যাটে বাংলাদেশ জাতীয় দলকে আমার আরো কিছু দেয়ার মত সামর্থ্য আছে। তাই ডিপিএল, বিপিএলসহ অন্যান্য সাদা বলের টুর্নামেন্টে আমি নিয়মিত খেলা চালিয়ে যাবো। আমার জন্য দোয়া করবেন। সাদা বলের বাকি জীবনে আপনাদের যেন রঙিন স্বপ্ন উপহার দিতে পারি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *