অনলাইন ডেস্ক :
জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। দেশের সীমানা পেরিয়ে তার জনপ্রিয়তা এখন টালিউড-বলিউডে। নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ ওয়েব সিরিজের মধ্য দিয়ে ওপার বাংলার দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলেন তিনি। সেখানের বোদ্ধারাও অভিনেত্রীর অভিনয়ের প্রশংসা করেন। এরপর নির্মাতা বিশাল ভরদ্বাজের ওয়েব ফিল্ম ‘খুফিয়া’ দিয়ে বলিউডে নাম লিখেছেন। গেল বছর তিনি এটির কাজ শুরু করেন। এটি মুক্তি পাচ্ছে বিশ্বের প্রথম সারির ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে। এরইমধ্যে নেটফ্লিক্সে প্রকাশ পেল ‘খুফিয়া’র টিজার।
৪৭ সেকেন্ডের এই ভিডিও ক্লিপে এক ঝলক দেখা মেলে অভিনেত্রীর। দর্শকের প্রশংসায়ও ভাসছেন তিনি। সিনেমাটি নিয়ে অভিনেত্রীও দারুণ আশাবাদী। সিনেমাটি নির্মিত হচ্ছে অমর ভূষণের বই ‘এসকেপ টু নোহোয়ার’ অবলম্বনে। যেখানে গল্পের প্রয়োজনে একজন বাংলাদেশের অভিনেত্রীর প্রয়োজন ছিল পরিচালকের। সেই চরিত্রেই অভিনয় করছেন ‘রেহানা মরিয়ম নূর’ খ্যাত অভিনেত্রী।
এদিকে এ অভিনেত্রী বর্তমানে মুম্বাই আছেন। ‘খুফিয়া’র প্রমোশন প্ল্যানে অংশ দিতে নয়, আবার নতুন কোনও প্রজেক্টও নয়। তিনি ফের যুক্ত হচ্ছেন ‘খুফিয়া’র শূটিং ফ্লোরে। কারণ, তার আরও দুদিনের শূটিং বাকি। অভিনেত্রীর ভাষ্য, সিনেমাটির রিলিজ ডেট দুই তিন দিনের মধ্যে চূড়ান্ত হবে। এরমধ্যে আমাকে জরুরী কলে আসতে হলো। এখানে দুদিনের শূটিং বাকি আছে।’ এ গ্ল্যামারকন্যা বরাবরই কথায় নয়, কাজে বিশ্বাসী তিনি।
তাই দীর্ঘ অপেক্ষার পর একের পর এক কাজ দিয়ে সবাইকে চমকে দিচ্ছেন। নিন্দুকেরাও এখন তার প্রশংসায় পঞ্চমুখ। যারা এক সময় তার সমালোচনায় লেগে থাকত তারাও বাঁধনের কাজ নিয়ে এখন গর্বিত। তবে কে কি বলল এসব নিয়ে তার কোন ভাবনা নেই। বরং নিজের প্রতি দিন দিন আরও সাবধানী হচ্ছেন।
এ সময়ে শুধু নিজের জন্যই কাজ করতে চান বলে জানান তিনি। বাঁধনের এ পরিবর্তনের শুরুটা ‘রেহানা মরিয়ম নূর’ দিয়ে। এ সিনেমার কাজ করতে গিয়ে নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছেন বলে মন্তব্য করেন তিনি। একইসঙ্গে চলচ্চিত্রের ইতিহাসে নাম লেখেন তিনি। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশী সিনেমা জায়গা করে নেয়। বিশ্বব্যাপী এটি বেশ প্রশংসা কুড়ায়।