আগামী দুই দিন বৃষ্টি হতে পারে: আবহাওয়া অধিদপ্তর

আগামী দুই দিন বৃষ্টি হতে পারে: আবহাওয়া অধিদপ্তর

অনলাইন ডেস্ক :

বঙ্গোপসাগরে থাকা নিম্নচাপটি লঘুচাপে পরিণত হয়ে ভারতের তামিলনাড়ুর দিকে চলে যাওয়ায় লঘুচাপের প্রভাব বাংলাদেশে আর থাকছে না। তবে আগামী দুই দিন ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। শুক্রবার (১২ নভেম্বর) সন্ধ্যায় আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি দুর্বল হয়ে উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে সুস্পষ্ট লঘুচাপ পরিণত হয়েছে। এটি এখন ভারতের তামিলনাড়ু ও এর আশেপাশের এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং দুর্বল হয়ে যেতে পারে। আবহাওয়াবিদ ওমর ফারুখ বলেন, ‘দেশের নদী ও সমুদ্র এলাকায় এখন কোনো ধরনের সতর্কতা সংকেত নেই। দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *