চলতি মাসেই শুরু হবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। এবারের আসরেও বর্তমান চ্যাম্পিয়ন ও এই ফরম্যাটের সফলতম দল ওয়েস্ট ইন্ডিজের হয়ে অংশ নেবেন ক্রিস গেইল। তার আগে মানসিকভাবে নিজেকে চাঙ্গা করতে গেইল আইপিএল ছেড়েছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসরে গেইল ছিলেন পাঞ্জাব কিংসে। ব্যাট হাতে খুব একটা ছন্দে ছিলেন না। গেইলের এমন ফর্মহীনতা ওয়েস্ট ইন্ডিজের জন্য উদ্বেগের কারণই বটে। রান না পাওয়তেই হয়ত, গেইল বিশ্রামকেই ভেবেছেন বিশ্বকাপের পাথেয়। আর তাই আইপিএলের জৈব সুরক্ষা বলয় ছেড়ে চলে গেছেন। গেইল জানিয়েছেন, জৈব সুরক্ষা বলয় বা বায়োবাবলের ক্লান্তির কারণেই ছেড়েছেন আইপিএল। এক বিবৃতিতে তিনি জানান, গত কয়েক মাস ধরে আমি ওয়েস্ট ইন্ডিজ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) ও আইপিএলের জৈব সুরক্ষা বলয়ের মধ্যে আছি। আমি নিজেকে মানসিকভাবে চাঙ্গা করতে চাই। ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টি বিশ্বকাপে সহায়তা করতে মনোযোগ দিতে চাই।