অনলাইন ডেস্ক :
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরুর একদিন আগে স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ৫ ম্যাচের সিরিজের জন্য রোববার (১ আগস্ট) মধ্যরাতে ১৭ সদস্যের দল ঘোষণা করে বিসিবি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে স্কোয়াডে কারা থাকবেন তা আগেই নির্ধারিত ছিল। জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজে যারা দলে ছিলেন সেই ১৭ ক্রিকেটারকে নিয়েই স্কোয়াড ঘোষণা করা হয়েছে। কারণ সিরিজের আগে কঠিন সব শর্ত দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। যার কারণে নতুন করে খেলোয়াড় যুক্ত করাও সম্ভব হয়নি। অস্ট্রেলিয়ার কঠিন শর্তে সময়মতো কোয়ারেন্টাইনে যেতে না পারায় এই সিরিজে খেলা হচ্ছে না মুশফিকুর রহিমের। তামিম-লিটন না থাকায় ওপেনিং নিয়েও কিছুটা দুশ্চিন্তায় আছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। মিডল অর্ডার নিয়েও আছে ভাবনা। সে জন্য বিকল্প ভেবে রাখে টিম ম্যানেজমেন্ট।
মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে দলের বাকি সদস্যরা হলেন- সাকিব আল হাসান, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, নাঈম শেখ, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, তাইজুল ইসলাম, রুবেল হোসেন ও শেখ মেহেদী।
আগামী মঙ্গলবার (৩ আগস্ট) সন্ধ্যা ৬টায় মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে শুরু হবে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি।
সিরিজের বাকি চারটি ম্যাচ মাঠে গড়াবে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। ‘হোম অব ক্রিকেট` খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায়।
সূত্র : সময় নিউজ টিভি।