প্রযুক্তি ডেস্ক :
‘ক্যালিফোর্নিয়া স্ট্রিমিং’ ইভেন্ট শেষে নতুন আইফোন, আইপ্যাড আর অ্যাপল ওয়াচ সিরিজ ৭ নিয়ে আলোচনা এখনও থিতু হয়নি। এর মধ্যে নতুন খবর এসেছে অ্যাপলের আইওএস অপারেটিং সিস্টেম নিয়ে। চলতি মাসেই আসছে অ্যাপলের অপারেটিং সিস্টেমটির সর্বশেষ সংস্করণ আইওএস ১৫। সিএনএন জানিয়েছে, আইওএসের নতুন সংস্করণটি আইফোন এবং আইপ্যাড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন ২০ সেপ্টেম্বর থেকে। সম্প্রতি আইফোন ১৩ উন্মোচন করেছে অ্যাপল। অ্যাপল ডেভেলপার ও ক্রেতাদের আইওএস ১৫ ‘এক নজর’ দেখিয়েছিলো চলতি বছরের জুন মাসে। বার্ষিক ডেভেলপার সম্মেলনে অপারেটিং সিস্টেমটির বেশ কিছু ফিচার দেখিয়েছিলো মার্কিন টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি। এর মধ্যে ছিলো অ্যাপল ওয়ালেটে ডিজিটাল কি ফিচার এবং ফেইসটাইমে ভিডিও কল সেবার কিছু আপডেট।