অনলাইন ডেস্ক :
ঈদে মুক্তি পাওয়া ‘দিন: দ্য ডে’ ছবিটি এরমধ্যে বেশিরভাগ হল থেকে নেমে গেছে। সিনেমা নেমে গেলেও বিতর্ক পিছু ছাড়েনি এর প্রযোজক ও অভিনেতা অনন্ত জলিলের।
সবশেষ সিনেমার বাজেট নিয়ে ইরানি পরিচালকের মন্তব্যে রসাতলে পড়েন এই অভিনেতা। শনিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় অনন্ত জলিলের ভেরিফায়েড পেজে পোস্ট করা একটি ভিডিওতে তিনি বলেন, অনন্ত জলিলকে আপনারা মেরে ফেলেছেন।’ এছাড়াও ১৪ মিনিটের ভিডিওর একপর্যায়ে তিনি আরও বলেন, ‘কয়েক দিন ধরে গেটের সামনে আমি দাঁড়াই না। আমি একটান দিয়ে চলে আসি। আমার কাছে সব সময় এখন মনে হয় আমি বোধহয় ভুল কাজ করছি। এই যে আমি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি, আমার মনে হয় এটা আমার ভুল হচ্ছে। এতদিন আমি যা করেছি, ভুল করেছি।’