তাপপ্রবাহে গলছে বরফের রাজ্য ‘সিকিম’

তাপপ্রবাহে গলছে বরফের রাজ্য ‘সিকিম’

অনলাইন ডেস্ক :

তীব্র গরমে পুড়ছে গোটা ভারত। সেখানে বরফের রাজ্য সিকিমে প্রথমবারের মতো তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। সিকিম ছাড়াও দিল্লি, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা ও অন্ধ্র প্রদেশেও তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস বলছে, তাপমাত্রার ঊর্ধ্বগতিতে মরুভূমিকে হারিয়ে দিয়েছে হিমালয়! বৃহস্পতিবার সিকিমে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। ২৩ বছর আগে ২০০০ সালের ১৪ মে এরকম গরম পড়েছিল উত্তর-পূর্বের ছোট্ট এই রাজ্যটিতে। রেকর্ড গড়ে স্বাভাবিক এর থেকে প্রায় ৬ ডিগ্রি বেশি পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে তাপমাত্রা ছুঁয়েছে প্রায় ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। কাম্পিল্যের সর্বোচ্চ তাপমাত্রাও ২৮.৩, যা স্বাভাবিকের থেকে প্রায় তিন ডিগ্রি বেশি। অন্যদিকে আবার রাজস্থানের মরু এলাকা শ্রীগঙ্গানগর তীব্র গরম আর তীব্র ঠান্ডা দুইয়ের জন্যই বিখ্যাত। বৃহস্পতিবার সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি, স্বাভাবিকের থেকে ১৫ ডিগ্রি কম।

কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের সিকিম কেন্দ্রের অধিকর্তা গোপীনাথ রাহা বলেন, এই প্রথম সিকিমে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আমার কর্মজীবনে সিকিমে কখনও তাপপ্রবাহের সতর্কতা জারি হবে বলে ভাবিনি! এই রাজ্যের তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। যেটা ৩৭ ডিগ্রিতেও পৌঁছতে পারে আগামী সময়ে।’

আবহাওয়া অফিস বলছে, গত মঙ্গলবার থেকেই তাপমাত্রা ঊর্ধ্বগতিতে দার্জিলিং সিকিম পাল্লা দিচ্ছে মরু এলাকার সঙ্গে। আগামী দুইদিন তাপমাত্রা কমার কোন সম্ভাবনা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *