লিবিয়ায় বন্দী থেকে দেশে ফিরলেন ১৭৫ বাংলাদেশী

লিবিয়ায় বন্দী থেকে দেশে ফিরলেন ১৭৫ বাংলাদেশী

অনলাইন ডেস্ক :

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার বেনগাজির একটি বন্দিশালায় আটক থাকা ১৭৫ জন বাংলাদেশি দেশে ফিরেছেন৷ আজ বৃহস্পতিবার (২১ জুন) সকাল ৬টার দিকে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছেছেন বলে জানিয়েছে দেশের একাধিক সংবাদমাধ্যম৷

লিবিয়ার ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা বিষয়টি ইনফোমাইগ্রেন্টসকে নিশ্চিত করেছেন৷ তিনি জানিয়েছেন, বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন এই ১৭৫ জন বাংলাদেশি নাগরিক৷ লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানান তিনি৷

দূতাবাস জানিয়েছে, বুধবার (২০ আগস্ট) বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টার থেকে বাংলাদেশিদের গ্রহণ করার পর স্থানীয় সময় বিকালে বেনগাজির বেনিনা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বুরাক এয়ার লাইনসের একটি চার্টার্ড ফ্লাইটে (ইউজেড ২২২) তাদের দেশে ফেরত পাঠানো হয়৷ আজ সকালে তাদের বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন৷

তথ্য ও ছবি : ইনফোমাইগ্রেন্টস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *