
অনলাইন ডেস্ক :
দেশজুড়ে এলো ভেজালমুক্ত নিরাপদ পণ্যের প্রতিশ্রুতি নিয়ে ‘জেনুইন অর্গানিক প্লাস’। একযোগে ১৫টি রিটেইল আউটলেট চালু করেছে প্রাকৃতিক পণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান জেনুইন কনসোর্টিয়াম লিমিটেড।
গেল শুক্রবার (০৭ অক্টোবর) বিকেলে ঢাকার আশুলিয়ায় গণস্বাস্থ্য পিএইচএ অডিটোরিয়ামে রিটেইল আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। এ সময় জেনুইন অর্গানিক পণ্যের কয়েকশ’ বিপণনকারী অংশগ্রহণ করেন।
দেশীয় প্রযুক্তিতে উৎপাদিত সেরা মানের প্রাকৃতিক উপাদান দিয়ে প্রস্তুত এই পণ্যসমূহের মধ্যে রয়েছে, কনজ্যুমার পণ্য, অর্গানিক ন্যাচারাল ফুড, নন-অর্গানিক ফাংশনাল ফুড, মসলা ড্রাই ফিশ ও ন্যাচারাল বিউটি কেয়ার প্রোডাক্ট।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনুইন কনসোর্টিয়াম লিমিটেডের চেয়ারম্যান এইচ এম রশিদ। অনুষ্ঠানে ‘জেনুইন অর্গানিক প্লাস’ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন জেনুইন কনসোর্টিয়াম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইয়াসির মোস্তফা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেনুইন সোশ্যাল এন্টারপ্রাইজের ইন্টারন্যাশনাল কো-অর্ডিনেটর কাজী বুলবুল আহমেদ, বিজনেস কো-অর্ডিনেটর মো. আবদুল্লাহ আল-মামুনসহ জেনুইনের নিয়মিত পণ্য ব্যবহারকারী ভোক্তা ও বিপণন কর্মীরা।
অনুষ্ঠানে আউটলেট পরিচালকদের ক্রেস্ট, অথরাইজড সার্টিফিকেট ও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। দেশীয় কাঁচামাল ব্যবহার করে বিশ্বমানের কৃষি পণ্য তৈরি করে ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে তুলে ধরাই জেনুইন কনসোর্টিয়াম লিমিটেডের মূল লক্ষ্য।
