
অনলাইন ডেস্ক :
আসছে শীতে জ্বালানি সংকটই ইউরোপের একমাত্র সমস্যা নয়। শীতের সাথে সাথে ইউরোপে কোভিড-১৯ এর নতুন ঢেউ শুরু হচ্ছে বলে সতর্ক করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
এতে করে বুস্টার ডোজ গ্রহণ সীমিত করা হতে পারে বলে জানিয়েছেন তারা। ইতোমধ্যেই ওমিক্রনের একাধিক সাবভেরিয়েন্ট শক্তিশালী হওয়া শুরু করেছে ইউরোপে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কর্মকর্তারা চলতি সপ্তাহে জানিয়েছেন, ওমিক্রনের শত শত নতুন রূপ বিজ্ঞানীরা শনাক্ত করছেন। বুধবার (৫ অক্টোবর) বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রকাশিত তথ্যে দেখা গেছে, ইউরোপীয় ইউনিয়নে করোনা শনাক্ত পরীক্ষা কমে যাওয়ার পরেও গত সপ্তাহে মোট শনাক্ত ১৫ লাখে পৌঁছেছে, যা আগের সপ্তাহের চেয়ে ৮ শতাংশ বেশি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ব্রিটেনের পাশাপাশি ১৭ দেশের ব্লকের অনেক দেশে হাসপাতালে করোনা আক্রান্তের ভর্তির সংখ্যা বেড়েছে।
