এমবাপ্পেকে সর্বকালের সেরা লোভনীয় অফার

এমবাপ্পেকে সর্বকালের সেরা লোভনীয় অফার

অনলাইন ডেস্ক :

মেসি-রোনাল্ডোর পর ফুটবল বিশ্বের সবচেয়ে বড় সুপারস্টার কিলিয়ান এমবাপে। অনেক ফুটবল বোদ্ধাই মনে করেন, সব ঠিক থাকলে আগামী এক দশক বিশ্ব ফুটবলে রাজত্ব করবেন ২৪ বছর বয়সি এই মহাতারকা। তাই তাঁকে নিয়ে ক্লাব ফুটবলেও টানাটানি শুরু হয়ে গিয়েছে।

বর্তমানে ফরাসি ক্লাব প্যারিস পিএসজিতে খেলছেন এমবাপে। যে ক্লাবে খেলছেন মেসি ও নেইমার। অর্থাৎ তিন মহাতারকা এক সঙ্গে। এই তিনজনের মধ্যেও এমবাপে নিজেকে আলাদা উচ্চতায় প্রতিষ্ঠিত করেছেন। ক্লাবের পারফরম্যান্সের হিসেবে ছাপিয়ে গিয়েছেন মেসিকেও। ফ্রান্সে ২৬০ ম্যাচে গোল করেছেন ২১২টি। আবার রয়েছে ৯৮টি অ্যাসিস্ট। ২০২২-২৩ মরশুমে ৩৪টি লিগ ম্যাচে ২৯টি গোল করেছিলেন এমবাপে। সেদিক দিয়ে বলতে গেলে এমবাপে পিএসজির সম্পদ।

কিন্তু সেই ‘সম্পদ’ একেবারে বিনামূল্যে ক্লাব ছাড়তে চান। ২০২৪ সালের জুনেই এমবাপের চুক্তি শেষ হচ্ছে প্যারিস পিএসজির সঙ্গে। সব ঠিক থাকলে চুক্তি শেষ করে আগামী বছর রিয়াল মাদ্রিদে যোগ দেবেন তিনি। কথাবার্তাও একপ্রকার পাকা। এখন ব্যাপার হল, চুক্তির শেষে যদি এমবাপে ক্লাব ছাড়েন তাহলে এক টাকাও পাবে না পিএসজি। পিএসজি চাইছিল এই মৌসুমেই এমবাপেকে বেঁচে দিতে। তাতে অন্তত ট্রান্সফার ফি হিসাবে কিছুটা টাকা তাদের ঘরে ঢুকত।

কিন্তু তাতেও রাজি নন এমবাপে। তিনি চান মৌসুম শেষ করে রিয়াল মাদ্রিদে যোগ দিতে। তাতে দুটো লাভ তাঁর। এক, রিয়াল যেহেতু বিনা খরচে তাঁকে পাচ্ছে, তাই তাঁকে মোটা অংকের বেতন দেওয়া হবে। দুই, পিএসজিতে টানা খেলার জন্য একটি বোনাস বেতনও পাবেন তিনি। যা কিনা চুক্তিতেই রয়েছে।

অর্থাৎ পিএসজির তাতে সবদিক দিয়েই লোকসান। সেই লোকসান এড়াতে ফ্রান্সের ক্লাবটি এবার নতুন ফন্দি এঁটেছে। এমন একটি চুক্তির প্রস্তাব এমবাপেকে দেওয়া হয়েছে যা এককথায় অবিশ্বাস্য। ফরাসি সংবাদমাধ্যম সূত্রের খবর, ফ্রান্সের ক্লাবটি এমবাপেকে ধরে রাখতে টানা ১০ বছরের চুক্তির প্রস্তাব দিয়েছে তাঁকে। টাকার অঙ্কটাও অবিশ্বাস্য। প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার।

অর্থাৎ প্রায় লক্ষ কোটি টাকা। যা এর আগে কোনও ফুটবলার তো দূরের কথা, কোনও খেলাতেই কোনও তারকাকে দেওয়া হয়নি। এই লক্ষ কোটির প্রস্তাব এমবাপে যদি গ্রহণ করেন, তাহলে ৩৪ বছর বয়স পর্যন্ত পিএসজিতেই থাকতে হবে তাঁকে। অর্থাৎ নিজের কেরিয়ারের সোনালি সময়টা তিনি দিয়ে যাবেন ফ্রান্সের ক্লাবটিকেই। এত দীর্ঘ চুক্তিও ফুটবল ইতিহাসে বিরল। সচরাচর তিরিশের পর ফুটবলারদের রোজগার কমতে থাকে, এক্ষেত্রে সেটাও হবে না তখন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *