
অনলাইন ডেস্ক :
আগামী মাসে ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে ইংল্যান্ড। একই মাসে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইংল্যান্ড সফর করবে আয়ারল্যান্ড। এই তিনটি সিরিজকে সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের নেতৃত্বে দেখা যাবে নিয়মিত অধিনায়ক হ্যারি ব্রুককে। তবে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য আয়ারল্যান্ড সফরে যাবেন না ডানহাতি এই ব্যাটার।
ব্রুক না থাকায় আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডেকে নেতৃত্ব দেবেন ২১ বছর বয়সি জ্যাকব বেথেল। ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে ইংলিশদের দায়িত্ব সামলাবেন তিনি।
ম্যাচ খেলতে পারলে বেথেল ছাড়িয়ে যাবেন মন্টি বাউডেনকে। ১৮৮৮-৮৯ মৌসুমে কেপ টাউনে সাউথ আফ্রিকার বিপক্ষে ২৩ বছর ১৪৪ দিন বয়সে ইংল্যান্ডের জার্সিতে অধিনায়ক করেছিলেন তিনি। এতে ১৩৬ বছরের রেকর্ড ভেঙেছে ইংল্যান্ড।
