হোয়াটসঅ্যাপে আসছে স্ক্রিন শেয়ারের সুযোগ

হোয়াটসঅ্যাপে আসছে স্ক্রিন শেয়ারের সুযোগ

অনলাইন ডেস্ক :

জুম ও মাইক্রোসফট টিমসের মতো এবার হোয়াটসঅ্যাপেও আসছে স্ক্রিন শেয়ারিং প্ল্যাটফরম। এই ফিচার ব্যবহার করে ভিডিও কলের অন্য পাশে থাকা ব্যক্তিকে স্ক্রিন দেখানো যাবে। সংবাদমাধ্যম ওয়েবেটা ইনফো জানায়, স্ক্রিন শেয়ারিংয়ের জন্য আলাদা একটি বাটন যুক্ত হবে ভিডিও কলে। বাটনটিতে আইকন হিসেবে থাকবে ‘ফোনের মধ্যে অ্যারোর চিহ্ন’।

সেখানে ক্লিক করলেই একটি প্রম্পট আসবে। রেকর্ডিং শুরু করা হবে কি না, সে বিষয়ে জানতে চাইবে হোয়াটসঅ্যাপ। স্টার্ট নাউ বাটনে ক্লিক করলেই চালু হবে স্ক্রিন শেয়ারিং। অফিশিয়াল কাজকর্ম বা অনলাইন ক্লাসে কিছু শিখতে গেলে এই ফিচার কাজে লাগে। আপাতত অ্যানড্রয়েড ফিচারটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ব্যবহারকারীদের কাছে ফিচারটি পৌঁছে যাবে।

ফিচারটি ব্যবহার করতে চাইলে সর্বশেষ সংস্করণটি ডাউনলোড করতে হবে। তাই সব অ্যানড্রয়েড ফোনে ফিচারটি কাজ না-ও করতে পারে। স্ক্রিন শেয়ারের সুবিধা ছাড়াও ইউজার নেম যুক্ত করার ফিচার আনছে মেসেজিং প্ল্যাটফরমটি। এতে ইউজার নেম দিয়ে কনটাক্ট লিস্টে থাকা ব্যক্তিদের খোঁজা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *