
অনলাইন ডেস্ক :
ইংলিশ কারাবাও কাপের প্রথম রাউন্ডের ম্যাচে বাংলাদেশের তারকা হামজা দেওয়ান চৌধুরীর নেতৃত্বে লেস্টার সিটি হাডার্সফিল্ড টাউনের মুখোমুখি হয়। আকু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বলের পজেশন থেকে শুরু করে খেলায় সব বিভাগে এগিয়ে থাকা লেস্টার প্রথম দফায় হামজার চমকপ্রদ গোলের মাধ্যমে লিড নেয়।
হামজা বক্সের ভেতর থেকে নেওয়া শক্তিশালী ও নিখুঁত শটে দলের জন্য প্রথম গোল নিশ্চিত করেন। প্রতিপক্ষের ফুটবলারের অবদানপূর্ণ ক্লিয়ারিং চেষ্টা বাঁধাগ্রস্থ করলেও তিনি পা দিয়ে বল সাময়িকভাবে নিয়ন্ত্রণ করে দ্বিতীয়বারের মতো জাল কাঁপান। এই গোল লেস্টারের জার্সিতে হামজার দ্বিতীয় গোল হিসেবে রেকর্ডে জমা হয়।
৬৫ মিনিটে হাডার্সফিল্ড ড্যানিয়েল ভোস্টের গোলের মাধ্যমে সমতা ফেরায়। এরপর হ্যারি উইংসের গোলে আবারও লিড নেয় লেস্টার, তবে সেটিও বেশিক্ষণ স্থায়ী হয় না। কিছু সময় পরে ক্যামেরন আশিয়ার গোলের ফলে ম্যাচ নির্ধারিত সময়ে ২-২ সমতায় শেষ হয়।
ফল নির্ধারণের জন্য ম্যাচ টাইব্রেকারে গড়ায়, যেখানে হাডার্সফিল্ড গোলরক্ষক লি নিকোলস লেস্টারের দুই পেনাল্টি ঠেকান। বিপরীতে হাডার্সফিল্ডের খেলোয়াড় আলফি মে, লিও ক্যাস্টলডাইন ও ল্যাসে সোরেনসেন সফলভাবে গোল করেন এবং দলের জয় নিশ্চিত করেন।
গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে অবনমন হওয়া লেস্টারের জন্য কারাবাও কাপের প্রথম রাউন্ড থেকেই ছিটকে পড়া নিঃসন্দেহে হতাশার। ইংলিশ চ্যাম্পিয়নশিপের পরবর্তী অ্যাওয়ে ম্যাচে আগামী শনিবার (১৬ আগস্ট) বাংলাদেশ সময় রাত ৮টায় প্রেস্টনের মুখোমুখি হবে লেস্টার সিটি।
