স্পেনে ২০ বছরে সর্বোচ্চ দামে খাবার বিক্রি

স্পেনে ২০ বছরে সর্বোচ্চ দামে খাবার বিক্রি

অনলাইন ডেস্ক :

ইউরোপের দেশ স্পেনে বেড়েছে খাবারের দাম। দেশটিতে চিনি, দুধ, মাখন, ময়দাসহ অন্যান্য খাবারের দাম এতটাই বেড়ে গেছে যে গত বছরের ডিসেম্বরে সেখানে খাদ্যমূল্য প্রায় বিগত ২০ বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে যায়। খবর আরটি।

দেশটির স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, শুক্রবার (১৪ জানুয়ারি) দেশটির জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউট জানিয়েছে, গত ডিসেম্বরে স্পেনে খাবারের দাম রেকর্ড গতিতে বেড়েছে। বছর ব্যবধানে যার হার ১৫ দশমিক ৭ শতাংশ। সংস্থাটি আরও বলছে, ১৯৯৪ সালের পর খাবারের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। দাম বেড়ে যাওয়া খাবারের মধ্যে সবচেয়ে বেশি দাম বেড়েছে চিনি, দুধ, মাখন, অলিভ অয়েল, কোমল পানীয়, ময়দা ও ময়দাজাতীয় খাবারের। এদিকে গত মাসে স্পেনের সামগ্রিক মূল্যস্ফীতি কমেছে। ডিসেম্বরে দেশটির মূল্যস্ফীতির হার ছিল ৫ দশমিক ৭ শতাংশ। যা নভেম্বরে ছিল ৬ দশমিক ৮ শতাংশ। মূল্যস্ফীতি কমে আসার পিছনে প্রধান কারণ হিসেবে বিদ্যুৎ ও জ্বালানির দাম কমে আসাকে মনে করা হচ্ছে।

One thought on “স্পেনে ২০ বছরে সর্বোচ্চ দামে খাবার বিক্রি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *