
অনলাইন ডেস্ক :
আরব আমিরাতকে বিশ্বের ‘সোশ্যাল মিডিয়ার রাজধানী’ খেতাব দেওয়া হয়েছে। দেশটিতে যত মানুষ বসবাস করেন, সেই তুলনায় ফেসবুক অ্যাকাউন্টের সংখ্যা বেশি। দেশটির প্রায় সব বাসিন্দার ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে। মঙ্গলবার (৯ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে খালিজ টাইমস।
ভিপিএন সেবাদাতা প্রতিষ্ঠান প্রক্সির্যাক জানায়, সোশ্যাল মিডিয়া রাজধানীর সূচকে ১০ এর মধ্যে ৯ দশমিক ৫৫ স্কোর গড়ে বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে আরব আমিরাত। দেশটির বাসিন্দারা গড়ে প্রায় ৯টি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন। সূচকে ৮ দশমিক ৭৫ স্কোর নিয়ে আমিরাতের পর রয়েছে মালয়েশিয়া ও ফিলিপাইন। এরপর যথাক্রমে রয়েছে সৌদি আরব (৮ দশমিক ৪১), সিঙ্গাপুর (৭ দশমিক ৯৬), ভিয়েতনাম (৭ দশমিক ৬২), ব্রাজিল (৭ দশমিক ৬২), থাইল্যান্ড (৭ দশমিক ৬১), ইন্দোনেশিয়া (৭ দশমিক ৫) এবং হংকং (৭ দশমিক ২৭)।
