
অনলাইন ডেস্ক :
মেঘের রাজ্য খ্যাত সাজেক সারা বছরই পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় স্থান। এ কারণে বছরজুড়েই সেখানে থাকে পর্যটকের চাপ। তবে ছুটির দিনগুলোতে সেই চাপ বেড়ে যায় কয়েকগুণ। দুর্গাপূজা, সাপ্তাহিক ছুটি ও ঈদে মিলাদুন্নবীসহ টানা ছুটিতে পর্যটকমুখর হয়ে উঠেছে সাজেক ভ্যালি। তবে আগে রুম বুকিং না করায় বিপাকে পড়েছেন পর্যটকরা। অনেককেই থাকতে হচ্ছে গাড়িতে, মসজিদের, রিসোর্টের বারান্দার বা খোলা আকাশের নিচে। আবার রুমের বাড়তি ভাড়া নেয়ারও অভিযোগ করছেন তারা।

 
                     
             
                                         
                                        