রেসলিং-এ ফিরছেন ডোয়েইন ‘দ্য রক’ জনসন

রেসলিং-এ ফিরছেন ডোয়েইন ‘দ্য রক’ জনসন

অনলাইন ডেস্ক :

বহু বছর পর ডব্লিউডব্লিউই-তে ‘দ্য রক’-কে ফিরে পেয়ে দারুণ খুশি ভক্তরা। রেসলার থেকে অভিনেতা বনে যাওয়া এই তারকার হলিউডে সময়টা ভালো যাচ্ছে না, এটাই কি রেসলিং-এ ফেরার পেছনের কারণ? এই প্রশ্ন এখন ভক্তদের মনে। গত বছর ‘দ্য ব্লাডলাইন’-এর প্রচারণার জন্য রেসলিংয়ের জগতের সবচেয়ে বড় আয়োজন রেসলম্যানিয়া এর ৪০তম সংস্করণে অংশ নিয়েছেন ডোয়েইন জনসন। এর পর থেকেই খবর আসতে থাকে যে রেসলিং-এ ফিরতে আগ্রহী অভিনেতা। রেসলম্যানিয়া ম্যাচে রোমান রেইনসের বিপক্ষে লড়তে চান ডোয়েইন জনসন, এমনটাই জানিয়েছে একাধিক গণমাধ্যম। সাংবাদিক ডেভ মেল্টজার জানিয়েছেন, ডোয়েইনের এর ফিরতে চাওয়ার পেছনের অন্যতম কারণ, হলিউডে একের পর এক ব্যর্থ সিনেমা। আমেরিকান রেসলার কোডি রোডস এই ব্যাপারে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ‘ডোয়েইন জনসনের ক্যারিয়ার সঠিক পথে নেই। ইয়ং রকের তৃতীয় সিজন বাতিল হয়ে গেছে। যারা জানেন না তাদের জন্য বলছি, ইয়ং রক শোটি ডোয়েইন জনসনের জীবন নিয়ে তৈরি। এছাড়াও হলিউডের ছবিগুলোও বক্স অফিসে ভালো করছে না, নির্মাতাদের লাভ এনে দিতে পারছে না।’ সিনেমা ক্যারিয়ারের এই কঠিন সময়ে ডব্লিউডব্লিউই-তে ফেরত আসার এই সিদ্ধান্ত তাই অবাক করেনি অনেককেই। ডেভ মেল্টজার জানিয়েছেন, টিকেও গ্রুপ ডোয়েইন জনসনকে ৩০ মিলিয়ন ডলার প্রস্তাব করেছে বোর্ড অব ডিরেক্টর্সে যোগ দেয়ার জন্য। এত লোভনীয় প্রস্তাব এই কঠিন সময়ে ফেরানো কঠিন অভিনেতার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *