
অনলাইন ডেস্ক :
যুক্তরাজ্যের বার্মিংহামে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে এক প্রবীণ মুসল্লির গায়ে আগুন দেয়া হয়েছে। এ ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। খবর আনাদোলু এজেন্সির।
প্রতিবেদন মতে, গত সোমবার (২২ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে বার্মিংহামের এজবাস্টনের ডুডলি রোড মসজিদ থেকে বাড়ি ফিরছিলেন এক প্রবীণ মুসল্লি। পথে এক যুবক তার দিকে এগিয়ে আসেন ও সংক্ষিপ্ত আলাপ করেন। এরপর হঠাৎ তিনি ওই মুসল্লির গায়ে কিছু একটা ছিটিয়ে জ্যাকেটে আগুন লাগিয়ে দেন। এতে ওই মুসল্লির মুখ পুড়ে যায়। বার্মিংহাম পুলিশের কমান্ডার রিচার্ড নর্থ বলেন, গুরুতর আহত অবস্থায় ওই মুসল্লিকে হাসপাতালে নেয়া হয়। তবে তার অবস্থা আশঙ্কাজনক নয়। ঘটনার পরই সন্দেহভাজনকে আটক করতে অভিযান শুরু করে পুলিশ। সেই সঙ্গে স্থানীয় মুসলিম কমিউনিটির মানুষের সঙ্গে কথা বলতে ও আশ্বস্ত করতে এলাকাটিতে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়।
মুসল্লির ওপর আগুন হামলার ঘটনায় ওই এলাকার অধিবাসীরা বেশ ভীত ও সন্ত্রস্ত হয়ে পড়েছেb। ডুডলি মসজিদের ভাইস চেয়ারম্যান হাজি বশির আনাদোলু এজেন্সিকে এক সাক্ষাৎকারে বলেন, এ ঘটনায় পুরো কমিউনিটি বাকরুদ্ধ। তবে সন্দেহভাজনকে আটক করায় স্বস্তি প্রকাশ করেছেন তিনি। বশির আরও বলেন, বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে পবিত্র রমজান শুরু হচ্ছে। এমন একটা সময়ে ভয়াবহ এই হামলার ঘটনা ঘটলো। এ ধরনের ঘটনা মোকাবিলায় ডুডলি মসজিদ এলাকায় নিরাপত্তা আরও বাড়ানো দরকার বলেও জানান তিনি।

 
                     
             
                                         
                                        