মেয়েদের উচ্চশিক্ষায় নিষেধাজ্ঞা, প্রশংসাপত্র ছিঁড়লেন আফগান অধ্যাপক!

মেয়েদের উচ্চশিক্ষায় নিষেধাজ্ঞা, প্রশংসাপত্র ছিঁড়লেন আফগান অধ্যাপক!

অনলাইন ডেস্ক :

মেয়েদের উচ্চশিক্ষায় সম্প্রতি নিষেধাজ্ঞা জারি করেছে তালিবান সরকার। আর এই নিয়ে প্রতিবাদে টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে নিজের ডিপ্লোমার প্রশংসাপত্র ছিঁড়ে ফেললেন কাবুল বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক।

তিনি বলেন, ‘আমার মা, বোনেরা পড়াশোনা করতে না পারলে সেই শিক্ষা আমি গ্রহণ করতে চাই না।’ টেলিভিশনের ওই অনুষ্ঠানের দৃশ্যটি সামাজিক আমধ্যমে ভাইরাল হয়য়েছে। ভিডিওয়ে দেখা যায়, নিজের হাতে একের পর এক ডিপ্লোমা তুলে দেখাচ্ছেন ওই অধ্যাপক। তার পর এক-এক করে ছিঁড়ে ফেলছেন। এ ঘটনার পরে আফগান উদ্বাস্তু ও পুনর্বাসন দপ্তরের নীতি নির্ধারক বিষয়ক কমিটির প্রাক্তন পরামর্শদাতা শবনম নাসিমি টুইট করেন, ‘গায়ে কাঁটা দিয়ে ওঠার মতো দৃশ্য। কাবুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তার নিজের ডিপ্লোমা নষ্ট করে দিচ্ছেন টেলিভিশনের লাইভ অনুষ্ঠানে। বলছেন, আজ থেকে আমার আর এই ডিপ্লোমার দরকার নেই। কারণ এই দেশে শিক্ষার স্থান নেই। আমার মা-বোনেরা যদি পড়াশোনার অধিকার না পান, তা হলে আমি সেই শিক্ষাকে গ্রহণ করব না।’ মেয়েদের উচ্চশিক্ষায় নিষেধাজ্ঞা জারি হওয়ায় আফগানিস্তানের ৩০ থেকে ৩৫টি বিশ্ববিদ্যালয় অর্থনৈতিকভাবে বিপাকে পড়েছে। কারণ বহু বিভাগ বন্ধ হয়ে যাওয়ার মুখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *