মাহতিম সাকিব এর গানের মডেল সাওখিন-কাসফিয়া

মাহতিম সাকিব এর গানের মডেল সাওখিন-কাসফিয়া

অনলাইন ডেস্ক :

বিনোদন প্রতিবেদক: সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘শত বারন’ শিরোনামের মাহতিম সাকিবের নতুন একটি গান। গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন সাওখিন ও কাসফিয়া। গানটি লিখেছেন মোহাম্মাদ শাহনেওয়াজ।সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন পরিচিত আনিরুধ শুভ।মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন ‘বখাটে- সরি দীপান্বিতা খ্যাত সরাজ দেব।

NYC Entertainment এর ব্যানার থেকে সম্প্রতি গানটি রিলিজ হয়েছে।

এই প্রসঙ্গে তারা বলেন,গানটি আমাদের কাছে বেশ ভালো লেগেছে,গানটির শুটিংয়ে লোকেশন গুলো ভালো ছিলো,যেখানে সরাজ দেব দাদার কাজ ভালো তো হবার ই কথা,,স্পটে কাজ করার সময় আনন্দ ভাবেই কাজটি করেছি আমরা,এবং শাহনেওয়াজ ভাই অনেক সুন্দর একটি গান লিখেছেন।

ভিডিওর মডেল সাওখিন বলেন, আপনাদের দোয়ায় কাজ করে যাচ্ছি,ইনশাআল্লাহ আগামীতে আরো ভালো ভালো কাজ আপনাদের উপহার দেয়ার চেস্টা করবো,আপনাদের উৎসাহ বানিয়ে রাখবেন আমাদের প্রতি, ধন্যবাদ।

শাহনেওয়াজ জানান, গানটি আশা করি সবার ভালো লাগবে,তাই গানটি দেখে কেমন লাগলো আপনারা আমাদের কে গানটির কমেন্টে জানাবেন, বাংলা গানের সাথেই থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *