ভৈরবে নিরাপদ সড়ক চাই (নিসচার) নতুন কমিটির শপথ গ্রহণ ও আলোচনাসভা অনুষ্ঠিত

ভৈরবে নিরাপদ সড়ক চাই (নিসচার) নতুন কমিটির শপথ গ্রহণ ও আলোচনাসভা অনুষ্ঠিত

লোকমান হোসেন | অনলাইন ডেস্ক |

আইন মেনে সড়কে চলি, নিরাপদে বাড়ি ফিরি এ স্লোগানে ভৈরবে নিরাপদ সড়ক চাই (নিসচার) নতুন কমিটির শপথ গ্রহণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। নিসচা কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও শিল্পী সমিতির সভাপতি চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বলেন, সড়কে আইন মেনে চালকরা গাড়ী চালালে দূর্ঘটনা অনেকাংশে কমে যাবে। পাশাপাশি জনগণ ও পথচারীদেরকে সর্তক হয়ে সড়কে চলতে হবে। কারন একটি দূর্ঘটনা সারা জীবনের কান্না। তাই সড়কে চালক ও পথচারীদের আইন মেনে সাবধানে চলতে হবে। এছাড়া সন্তানদেরকে বাইক কিনে না দিতে অভিভাবকদেরও অনুরোধ জানান তিনি। নিসচা ভৈরব শাখার আয়োজনে শনিবার সন্ধ্যায় বঙ্গ-বন্ধু হল রুমে নিসচা ভৈরব শাখার সভাপতি এসএম বাকী বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম গোলাম মোর্শেদ খান, সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসেন, কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ লিটন এরশাদ, সাংগঠনিক সম্পাদক এস এম আমজাদ হোসেন প্রমূখ। অনুষ্ঠানরি সার্বিক সঞ্চালনায় ছিলেন, নিসচা ভৈরব শাখার সাধারন সম্পাদক মোঃ আলাল উদ্দিন। পরে ভৈরব পিঠা উৎসবে অতিথি হিসেবে যোগ দেন নিচসার চেয়ারম্যান ও জননন্দিত চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *