
অনলাইন ডেস্ক :
কিশোরগঞ্জের ভৈরবে ভৈরব প্রেসক্লাবের সদস্য সচিব ও দৈনিক দিনকাল পত্রিকার ভৈরব প্রতিনিধি সোহেলুর রহমান উপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা করেছে ভৈরবে শীর্ষ মাদক ব্যবসায়ী ও ডাকাত শাহীন।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, সাংবাদিক সোহেলুর রহমান মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেন। এরই জের ধরে গত কিছুদিন আগে কুখ্যাত মাদক ব্যবসায়ী শাহিনকে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব শাখার লোকজন শাহীন’কে মাদকদ্রব্য ইয়াবাসহ গ্রেফতার করে। এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সাংবাদিক সোহেলুর রহমান ভাইরাল করে দিলে। এ চরম ক্ষোভে আজ সকালে ভৈরব পৌর শহরের জমির উদ্দিন মুন্সির বাড়ির সামনের রাস্তায় সাংবাদিক সোহেলুর রহমানের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে মাদকসেবী শাহীন। তখন অল্পের জন্য বেঁচে যান সাংবাদিক সোহেলুর রহমান। এসময় সোহেলুর রহমান’কে বাচাঁতে দৌঁড়ে ছুটে আসেন ভৈরব রিপোর্টাস ক্লাব ও ইউনিটির সিনিয়র সহ-সভাপতি ও বাংলা টিভির ভৈরব-কুলিয়ারচর প্রতিনিধি এম.আর. সোহেল। এরপরেই হামলাকারী শাহীন দৌড়েঁ পালিয়ে যায়। এ হামলার ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে এবং সাংবাদিক সমাজে মাঝে আতঙ্কের সৃষ্টি হয়।
এই ব্যাপারে সাংবাদিক সোহেলুর রহমানের সাথে কথা হলে তিনি জানান, আজ আমার সাংবাদিক সহকর্মী সাংবাদিক এম.আর. সোহেল না থাকলে হয়তো আজ এই মাদককারবারির হাতে আমার প্রাণটাই চলে যেত! আমি ইতিমধ্যে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা করে আমার সাংবাদিক সহকর্মী ভাইদের নিয়ে থানায় অভিযোগ করতে যাব মাদকব্যবসায়ী শাহীনের বিরুদ্ধে। এ ঘটনায় নিন্দা জানিয়েছেন একাধিক সাংবাদিক সংগঠন।
