
অনলাইন ডেস্ক :
১১ আগস্ট সেন্ট্রাল ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে বিপদগ্রস্ত দুটি অভিবাসীবাহী নৌকা থেকে ৭৩ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে জার্মান এনজিও সি-ওয়াচ-এর উদ্ধারকারী জাহাজ সি-ওয়াচ ফাইভ৷ অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে একজন ছিলেন সন্তানসম্ভবা৷ তার জীবন ঝুঁকিতে পড়েছিল৷
১১ তারিখ সকালে একটি নৌকা থেকে ৬৭ জনকে উদ্ধার করা হয়৷ সি-ওয়াচ জানিয়েছে, ওই নৌকাটিকে লক্ষ্য এগিয়ে আসছিল লিবিয়ান কোস্টগার্ডের একটি জাহাজ৷ লিবিয়ার কোস্টগার্ড বেআইনিভাবে সমুদ্র থেকে অভিবাসীদের আটক করে বলে অভিযোগ করে আসছে এনজিওটি৷ আইওএম জানিয়েছে, গত বছর অন্তত ২১ হাজার অভিবাসীর যাত্রা ঠেকিয়েছে লিবিয়ার কোস্টগার্ডের সদস্যরা৷
সন্তানসম্ভবা ওই নারী অবস্থা দেখে বারবার অনুরোধ জানিয়ে বার্তা পাঠিয়েছে সি-ওয়াচ৷ দীর্ঘ সময় পর্যন্ত তাকে উদ্ধারে ইটালি ও মাল্টা কোনো তৎপরতা দেখায়নি বলেও অভিযোগ করেছে এনজিওটি৷ শেষপর্যন্ত অবশ্য তাকে লাম্পেদুসায় নামানো হয়েছে৷
সি-ওয়াচের মুখপাত্র জুলিয়া মেসমার বলেছেন, ‘‘মাল্টা ও ইটালি দীর্ঘ সময় ধরে ওই নারী এবং তার অনাগত সন্তানের জীবকে ঝুঁকির মধ্যে রেখেছে৷ এটা মানুষের জীবন নিয়ে যেন দাবা খেলা!’’
আগের রাতে আরো ছয় জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছিল সি-ওয়াচ ফাইভ৷
সব অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে ইটালীয় কর্তৃপক্ষের নির্দেশে সালেরনো বন্দরের দিকে যাচ্ছে উদ্ধারকারী জাহাজটি৷ লাম্পেদুসা থেকে সেখানে পৌঁছাতে অন্তত তিন দিন সময় লাগে৷
ততথ্যসূত্র : ইনফোমাইগ্রেন্ট। ছবি : রয়েটার্স।
