ভারতে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’র প্রভাবে নিহত ৭

ভারতে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’র প্রভাবে নিহত ৭

অনলাইন ডেস্ক :

আরব সাগরে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ এর প্রভাবে ভারতে ৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে চারজন সাগরে ডুবে ও তিনজন দেয়ালচাপায় মারা যান। মঙ্গলবার (১৩ জুন) দেশটির বাণিজ্যিক রাজধানী খ্যাত মুম্বাই ও গুজরাটে তাদের মৃত্যু হয়।

মুম্বাই পুলিশের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেন, সোমবার সন্ধ্যায় জুহু সমুদ্র সৈকতে চার কিশোর ডুবে গেছে। এখন পর্যন্ত আমরা দুজনের মরদেহ পেয়েছি। বাকি দুইজনের খোঁজে এখনও উদ্ধার অভিযান চলছে। এদিকে ঘূর্ণিঝড় বিপর্যয়ের প্রভাবে গুজরাটের কুচ ও রাজকোট জেলায় ঝড়ো হাওয়ায় দেয়াল ধসে পড়ে তিনজন মারা গেছেন। আগামী বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের গুজরাটের মান্দভি এবং দক্ষিণ পাকিস্তানের করাচি উপকূলে ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন, আঘাত হানার সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় ১৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। ঘূর্ণিঝড়ের কবল থেকে বাঁচাতে উপকূলীয় এলাকার লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে। সূত্র: রয়টার্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *