ব্যয়সাশ্রয়ী নীতিতে যাচ্ছে মেটা, কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা

ব্যয়সাশ্রয়ী নীতিতে যাচ্ছে মেটা, কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা

অনলাইন ডেস্ক :

চলমান মুদ্রাস্ফীতি সামাল দিতে ব্যয় সংকোচন নীতি গ্রহণ করেছে মেটা। এর আওতায় নতুন কর্মী নিয়োগ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্লাটফর্মটি।

সম্প্রতি এমনই ইঙ্গিত দেন মেটা শীর্ষ নির্বাহী মার্ক জাকারবার্গ। এতে অনেক কর্মীই ছাঁটাইয়ের শঙ্কায় ভুগছেন। দ্য গার্ডিয়ানের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। কর্মীদের কাছে পাঠানো এক চিঠিতে জাকারবার্গ জানান, বৈশ্বিক আর্থসামাজিক পরিস্থিতি বিবেচনায় নতুন বিনিয়োগের সিদ্ধান্ত থেকে পিছু হটতে হচ্ছে। কর্মীদের কাছে পাঠানো বার্তায় জাকারবার্গ আরও বলেন, আশা করেছিলাম অর্থনীতি এ সময়ের মধ্যে স্থিতিশীল হয়ে যাবে। কিন্তু আমরা সে রকম লক্ষণ দেখছি না। এ কারণে আমাদের রক্ষণশীল নীতি হাতে নিতে হচ্ছে। ২০০৪ সালে ফেসবুকের যাত্রা শুরুর পর এই প্রথম ব্যয় সংকোচন নীতিতে যাচ্ছে ফেসবুক। ২০২৩ সালে মেটার পরিধি চলতি বছরের চেয়ে ছোট হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *