
অনলাইন ডেস্ক :
বাংলাদেশের সফটওয়্যার অ্যান্ড আইটি এনভলড সার্ভিস শিল্পের জাতীয় বাণিজ্য সংস্থা “বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)” এ “ব্যবস্থাপক- জনসংযোগ” হিসেবে যোগদান করলেন রেজাউর রহমান রিজভী। ১ অক্টোবর থেকে তিনি এ প্রতিষ্ঠানটিতে যুক্ত হয়েছেন। এর আগে তিনি ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের ‘গণমাধ্যম ব্যবস্থাপক’ হিসেবে কর্মরত ছিলেন।
জনসংযোগ পেশায় আসার আগে তিনি দীর্ঘ ১৪ বছর সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন। ২০০৭ সালে দৈনিক যায় যায় দিন পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা পেশায় যুক্ত হন। এরপর একাধারে কাজ করেছেন দৈনিক জনকণ্ঠ, দৈনিক মানবকন্ঠ ও দৈনিক বাংলাদেশ জার্নালে। এর পূর্বে ২০০১ সালে অধুনালুপ্ত দৈনিক আজকের কাগজ ও ২০০৫ সালে দৈনিক সমকাল পত্রিকায় প্রদায়ক হিসেবে দীর্ঘ ৬ বছর কাজ করেছেন। বর্তমানে ইংরেজি অনলাইন নিউজ পোর্টাল দ্য স্টেটমেন্ট টোয়েন্টিফোর ডট কম এর সম্পাদক হিসেবে সাংবাদিকতায় যুক্ত রয়েছেন।
পাশাপাশি গল্প, কবিতা ছাড়াও নিয়মিত গান ও নাটক লিখছেন তিনি। অভিনয় ও উপস্থাপনাতেও সাবলিল তিনি। সাংবাদিকতা ও উপস্থাপনার প্রশিক্ষক হিসেবেও কাজ করেছেন তিনি। কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন সেরা সাংবাদিক হিসেবে- রোদসী অ্যাওয়ার্ড (২০০৮), লালমোহন ফাউন্ডেশন অ্যাওয়ার্ড (২০০৮), ওয়ার্মভ্যালি অ্যাওয়ার্ড (২০১১) ও মাদার তেরেসা গোল্ড অ্যাওয়ার্ড (২০১২)। এছাড়া সেরা গীতিকার ও নাট্যকার হিসেবে পেয়েছেন- হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড (২০১৭), স্টার অ্যাওয়ার্ড (২০১৭), বাংলার সঙ্গীত স্বাধীনতা স্বারক (২০১৭), বাংলার সঙ্গীত পারফরমেন্স অ্যাওয়ার্ড (২০১৭) সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা।
এ পর্যন্ত রেজাউর রহমান রিজভীর লেখা ৭টি মৌলিক গ্রন্থ প্রকাশিত হয়েছে। সেগুলো হলো- কবিতা: ‘যে শহরে প্রেম নেই’ (জলকথা প্রকাশনী) (২০২১), নাটক: ‘শেষ অধ্যায়’ (দেশ প্রকাশনী) (২০২০), নাটক: ‘তিনটি টেলিভিশন নাটক’ (দোয়েল প্রকাশনী) (২০১৯), গল্প: ‘ ভালোবেসে চলে যেতে নেই’ (দোয়েল প্রকাশনী) (২০১৯), গীতিকবিতা: ‘আমার গানের খাতা’ (দোয়েল প্রকাশনী) (২০১৮), গল্প: ‘আরেক বসন্তে’ (দোয়েল প্রকাশনী) (২০১৮) ও কবিতা: ‘ভালোবাসার অবাক চোখ’ (আলোকবর্তিকা প্রকাশনী) (২০১৭)।
সাংগঠনিক ভাবে রেজাউর রহমান রিজভী যুক্ত রয়েছেন সাংগঠনিক সম্পাদক হিসেবে টেলিভিশন নাট্যকার সংঘ, অভিনয় শিল্পী সংঘ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম, ঢাকা সাব-এডিটরস কাউন্সিল, শিল্পী ঐক্য জোটসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের সঙ্গে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর শেষ করেছেন তিনি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের গন্ডি পেরিয়েছেন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ থেকে। এছাড়া ডিজিটাল মার্কেটিং, কপি রাইটিং, ডিজিটাল সাংবাদিকতা সহ বেশ কিছু অনলাইন ও অফলাইন কোর্স করেছেন রিজভী।
