বান্দরবান সীমান্ত থেকে মিয়ানমারের ২ গুপ্তচর আটক

বান্দরবান সীমান্ত থেকে মিয়ানমারের ২ গুপ্তচর আটক

অনলাইন ডেস্ক :

মিয়ানমারের গুপ্তচর সন্দেহে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্ত থেকে ২ যুবককে আটক করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। গত মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে সীমান্তের ৩৪ নং পিলারের কাছ থেকে তাদের আটক করা হয়। আটক রিতু বড়ুয়ার (২০), পিতার নাম নিরঞ্জন বড়ুয়া ও স্বদেশ বড়ুয়ার (২২) পিতার নাম মধু বড়ুয়া। এদের দুজনের বাড়ি মিয়ানমারের রাখাইন রাজ্যের ডেকিবুনিয়া এলাকায়। সীমান্তে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করার সময় স্থানীয়দের তথ্যের ভিত্তিতে বিজিবি তাদের আটক করে। জানা গেছে, সীমান্তে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় স্থানীয়দের তথ্যের ভিত্তিতে বিজিবি তাদের আটক করে। এদের তুমব্রু ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আজিজ জানিয়েছেন, সীমান্তের কাছ থেকে দু’জন সন্দেহভাজন যুবককে ধরে স্থানীয়রা বিজিবির কাছে হস্তান্তর করেছে। তারা অবৈধভাবে বাংলাদেশের ভূখণ্ডে অনুপ্রবেশ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *