বাংলা প্রেসক্লাব ভেনিসের আয়োজনে তুহিন হত্যার দ্রুত বিচার দাবিতে প্রতিবাদ সভা

বাংলা প্রেসক্লাব ভেনিসের আয়োজনে তুহিন হত্যার দ্রুত বিচার দাবিতে প্রতিবাদ সভা

প্রবাস ডেস্ক :

গাজীপুরের তুহিন হত্যা সহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় সাংবাদিক হত্যা নির্যাতনের প্রতিবাদে গতকাল ১১আগষ্ট বুধবার রাতে প্রেসক্লাবের অস্থায়ী কার্য়ালয়ে বাংলা প্রেসক্লাব ভেনিসের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সময় টিভির ইতালি প্রতিনিধি মাকসুদ রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এন টিভি’র ভেনিস প্রতিনিধি নাজমুল হোসেন এর পরিচালনায় উপস্থিত ছিলেন চ্যালেন এস এর ইতালি প্রতিনিধি মিনহাজ হোসেন,প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সজীব আল হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক তিসা সুলতানা,অর্থ সম্পাদক মুকলেছ সরকার,আইন ও দপ্তর সম্পাদক আবু নাঈম ভূইয়া,মহিলা সম্পাদক নারসিন আক্তার প্রমূখ।

প্রতিবাদ সভায় বক্তব্যে বিভিন্ন সাংবাদিকরা বলেন,আজ বাংলাদেশে সাংবাদিকের কোন নিরাপত্তা নাই,সরকারের কাছে সাংবাদিক নিরাপত্তা সুরক্ষা আইন প্রণয়ের জোর দ্বারী জানান এবং গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যাকারীদের দ্রুত বিচার ট্রাইবুনালে ফাঁসির দাবির জানান।বাংলা প্রেসক্লাব ভেনিসের সভাপতি মাকসুদ রহমান বলেন,বাংলাদেশের বিভিন্ন জেলায় যে ভাবে সাংবাদিক হত্যা ও নির্যাতনের শিকার হচ্ছে তা খুব উদ্বেগজনক ভাবে বেড়ে চলছে। আজ এভাবে সাংবাদিক হত্যা ও নির্যাতন চলতে থাকলে দেশ ও আন্তর্জাতিক ভাবে কোন খবর কেহ পাবে না কারণ সত্যি কথা তুলে ধরলে বা ইলেট্রোনিক মিডিয়া কর্মি ভিডিও চিত্র ধারণ করতে গেলে প্রান নাশের হুমকির আশংকা থাকে, তাহলে দেশের কোন তথ্য জনগন পাবে না। তিনি সরকারের প্রতি আহবান জানান,অতি দ্রুত সাংবাদিক সুরক্ষা আইন প্রনয়ন সহ যে সকল সাংবাদিক হত্যা ও নির্যাতনের শিকার হয়েছে,সেই সকল আসামিদের দ্রুত বিচার ট্রাইবুনালে শাস্তির আওতায় আনতে হবে এবং যে সকল সাংবাদিকের মিথ্যা মামলা ও বন্দি হয়েছে তাদের আশু মুক্তি দাবি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *