
অনলাইন ডেস্ক :
আজ মঙ্গলবার (৪ অক্টোবর) তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। টস হেরে ব্যাট করছে প্রোটিয়ারা। এই ম্যাচে বিশ্রাম দেয়া হয়েছে বিরাট কোহলিকে। এছাড়াও এই ম্যাচে খেলছেন না পেসার অর্শ্বদীপ সিংও। পিঠের ইনজুরির সমস্যায় ভুগছেন তিনি। অধিনায়ক রোহিত শর্মা তার ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, বিরাট কোহলি যখন চরম অফফর্মে ভুগছিলেন, ভারতীয় ক্রিকেটের অনেকেই চেয়েছিলেন বিশ্রাম দেয়া হোক বিরাট কোহলিকে। তবে সেই অবস্থায় টানা খেলে যান এই ভারতীয় ক্রিকেটার। এরপর অবশ্য স্বেচ্ছায় ক্রিকেট থেকে ছুটি নিয়েছিলেন কোহলি। যদিও সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে ভারত।
