
বিনোদন ডেস্ক :
প্রিয়তমা সিনেমার পোস্টারে শাকিবের বৃদ্ধ লুক দেখে সবাই প্রশংসা করছেন। তবে শাকিবের এই বৃদ্ধ লুক আনতে প্রায় ৫ লাখ টাকা খরচ হয়েছে বলে একটি সূত্র বিভিন্ন গণমাধ্যমকে জানায়। এছাড়া এই লুক আনতে বেশ পরিশ্রম করতে হয়েছে সিনেমার মেকাপ টিমকে। প্রতিদিন ৭ ঘন্টারও বেশি সময় নিয়ে এই মেকাপ করতে হয়েছে শাকিব খানকে।
এই মেকাপের জন্য শুরুতেই শাকিব খানে মুখের মাপ নিতে হয়েছে। পরে ওই মাপের উপর আর্টিফিশিয়াল মেকাপের মাধ্যমে চেহেরার আসল রুপদান করতে হয়েছে। এই মেকাপের জন্য বলিউডের এক নামকরা মেকাপম্যানের সহযোগিতা নেওয়া হয়েছে বলে আরেকটি সূত্র জানায়। তবে এই বৃদ্ধ অবয়বের মেকাপের জন্য প্রিয়তমা সিনেমার পোস্টার নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়। বাংলাদেশে এই প্রথম কোন সিনেমার পোস্টার ভাইরাল হল।
