প্রকাশ্যে জামশেদ-কেয়ার ‘কথা দিলাম’

প্রকাশ্যে জামশেদ-কেয়ার ‘কথা দিলাম’

অনলাইন ডেস্ক :

ভালোবাসা দিবস উপলক্ষে আগামী ১০ ফেব্রুয়ারি (শুক্রবার) প্রেক্ষাগৃহে আসছে ভালোবাসার সিনেমা ‘কথা দিলাম’। সিনেমাটিতে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন সাবরিনা সুলতানা কেয়া ও জামশেদ শামীম।

বিডি২৯মাল্টিমিডিয়া নিবেদিত জসিম উদ্দিন আকাশ প্রযোজিত সিনেমাটি নির্মাণ করেছেন রকিবুল আলম রাকিব। সিনেমার সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবু।

বর্তমানে সিনেমাটির প্রচারণায় ব্যস্ত ‘কথা দিলাম’ সংশ্লিষ্টরা। তারই অংশ হিসেবে আজ প্রকাশ পেয়েছে আকাশ সেন ও হৈমন্তী রক্ষিত দাসের কণ্ঠে সিনেমাটির টাইটেল গান ‘কথা দিলাম’। জসিম উদ্দিন আকাশের কথায় গানটির সুর করেছেন আকাশ সেন এবং সঙ্গীতায়োজন করেছেন পরাগ বিশ্বাস। প্রযোজনা প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পেয়েছে।

এ প্রসঙ্গে কেয়া বলেন, সামাজিক গল্পে সিনেমাটি নির্মিত হয়েছে। পরিবার নিয়ে দেখার মতো একটি সিনেমা। ‘কথা দিলাম’ টাইটেল গানের কথাগুলো চমৎকার। আশা করছি, সিনেমাটি মুক্তি পেলে সবার ভালো লাগবে।

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সমু চৌধুরী, জ্যাকি আলমগীর, পরাগ বিশ্বাস, কাজল, শেখ স্বপ্না, শাইলা, হাসিমন, সুচনা শিকদার, জাহিদ ইসলাম, তাহমিনা মনা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *