
অনলাইন ডেস্ক :
নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে দলের অধিনায়ক সাকিব আল হাসানের অনুশীলনে যোগ দেয়া নিয়ে রয়েছে সংশয়।
দলের অপারেশন্স ম্যানেজার ও ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন সাকিবের যোগ দেয়া নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি। দলের ভেতরের খবর, আগামী ৫ বা ৬ অক্টোবর ক্রাইস্টচার্চ পৌঁছানোর কথা তার। বুধবার (৫ অক্টোবর) সেখানে গেলে তবু একদিন দলের সঙ্গে অনুশীলন করার সুযোগ পাবেন সাকিব। কিন্তু পরদিন অর্থাৎ ৬ অক্টোবর ক্রাইস্টচার্চ গেলে আর অনুশীলন করার সুযোগ থাকবে না। তখন সরাসরি ৭ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে হবে।
