
অনলাইন ডেস্ক :
অবশেষে এডিট বাটন সুবিধা চালু করেছে টুইটার। এর ফলে নিজের প্রকাশ করা টুইটের বানান বা তথ্য সম্পাদনা করা যাবে। প্রাথমিকভাবে কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বসবাসকারী ‘টুইটার ব্লু’ সেবা ব্যবহারকারীরা এ সুবিধা পাবেন।
তবে খুব শিগগিরই যুক্তরাষ্ট্রে বসবাসকারী ‘টুইটার ব্লু’ সেবা ব্যবহারকারীদের জন্য এ সুবিধা চালু করা হবে। এর আগে ‘এডিট টুইট’ সুবিধার কার্যকারিতা পরীক্ষা করছিল টুইটার। খুদে ব্লগ লেখার সাইটটির তথ্যমতে, প্রকাশ করা টুইট ৩০ মিনিটের মধ্যে সর্বোচ্চ পাঁচবার সম্পাদনা করা যাবে। সম্পাদিত টুইটের নিচে বিশেষ চিহ্ন থাকায় অন্য ব্যবহারকারীরা জানতে পারবেন, টুইটের মূল লেখা সম্পাদনা করা হয়েছে। শুধু তা-ই নয়, প্রকাশের কতক্ষণ পর টুইট সম্পাদনা করা হয়েছে, তা-ও দেখা যাবে। গতকাল সোমবার (৩ অক্টোবর) এক বার্তায় টুইটার জানিয়েছে, ব্যবহারকারীদের দীর্ঘদিনের দাবি মেনে আনুষ্ঠানিকভাবে ‘এডিট টুইট’ সুবিধা চালু করা হয়েছে। শিগগিরই বিভিন্ন দেশে এ সুবিধা পাওয়া যাবে। তবে সাধারণ ব্যবহারকারীদের জন্য এ সুবিধা কবে নাগাদ চালু করা হবে, সে বিষয়ে কোনো মন্তব্য করেনি টুইটার।

 
                     
             
                                         
                                        