
অনলাইন ডেস্ক :
বর্তমান বিশ্ব র্যাঙ্কিংয়ে টি-শার্ট রপ্তানিতে বাংলাদেশ দ্বিতীয় স্থান অর্জন করেছে। গত ২০২১ সালের জরিপ অনুসারে র্যাঙ্কিং রয়্যালসের এক জরিপে এ তথ্য উঠে আসে।
র্যাঙ্কিং রয়্যালসের জরিপে দেখা যায়, টি-শার্ট রপ্তানিতে বাংলাদেশের আগে প্রথম স্থান অবস্থান অর্জন করেছে চীন। বিশ্বের ১৫ শতাংশ টি-শার্ট বাংলাদেশ থেকে রপ্তানি হয়ে থাকে, যার বাজারমূল্য ৭ দশমিক ২ বিলিয়ন ডলার। অপরদিকে, বাংলাদেশের আগে থাকা চীন বিশ্বের ১৬ দশমিক ১ শতাংশ টি-শার্ট রপ্তানি করে থাকে, যার বাজারমূল্য ৭ দশমিক ৭ বিলিয়ন ডলার। টি-শার্ট রফতানিতে বাংলাদেশের পর তৃতীয় স্থানে রয়েছে জার্মানি। দেশটি ২০২১ সালে ২ দশমিক ৭৮ বিলিয়ন ডলার মূল্যের টি-শার্ট রপ্তানি করেছে, যা বিশ্ববাজারে টি-শার্ট রফতানির ৫ দশমিক ৮ শতাংশ। র্যাঙ্কিং রয়্যালসের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের ৮৩ শতাংশ রপ্তানি আয় নির্ভর করে রেডিমেড গার্মেন্টস পণ্যের ওপর। মূলত সস্তা শ্রম ও বিশ্বমানের পণ্য উৎপাদনের সক্ষমতা কাজে লাগিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। টি-শার্ট রপ্তানি এছাড়াও সামগ্রিকভাবে গার্মেন্টস পণ্য রপ্তানিতে বাংলাদেশ বৈশ্বিক তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
