
অনলাইন ডেস্ক :
টিকা না নেয়া ব্যক্তিদের জন্য জারি থাকা করোনাভাইরাসের বিধি-নিষেধ প্রত্যাহার করছে সিঙ্গাপুর। আগামীকাল সোমবার (১০ অক্টোবর) থেকে টিকা না নেওয়া ব্যক্তিদের জন্য আরোপিত বিধি-নিষেধ প্রত্যাহার করা হবে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
তবে করোনার সংক্রমণের হার নিম্নমুখী রাখতে এবং টিকা না নেয়া ব্যক্তিদের সুরক্ষায় প্রয়োজনে ব্যবস্থা নেয়া হতে পারেও বলে জানিয়েছে দেশটি। রোববার (৯ অক্টোবর) সিঙ্গাপুরের স্বাস্থ্যমন্ত্রী অং ইয়ে কুং বলেছেন, সোমবার টিকা-পৃথকীকরণ ব্যবস্থা (ভিডিএস) পুরোপুরি তুলে নেয়া হবে। তিনি বলেছেন, এই ধরনের বিধিনিষেধ জনাকীর্ণ এলাকায় টিকাহীনদের সুরক্ষার লক্ষ্যে নেয়া হয়েছিল। তবে এখন ব্যাপক পরিসরে কোভিড-১৯ বিধি-নিষেধের প্রয়োজনীয়তা না থাকায় সেগুলো প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। অং বলেছেন, বর্তমানে ভিডিএসের খুব বেশি প্রয়োজনীয়তা নেই এবং রেস্তোরাঁগুলোতে বিক্ষিপ্তভাবে অত্যন্ত চমৎকার ব্যবস্থা কার্যকর আছে।

 
                     
             
                                         
                                        