
অনলাইন ডেস্ক :
দেশে গত চার বছরে প্রধান বিদেশি মুদ্রার বিপরীতে টাকার দরপতন হয়েছে উল্লেখযোগ্য হারে। কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২২ সালের আগস্ট থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত ইউরোর দাম বেড়েছে ৩৪ দশমিক ৭০ শতাংশ, মার্কিন ডলারের দর বেড়েছে ২৮ দশমিক ৬৫ শতাংশ এবং পাউন্ডের দর বেড়েছে ৩০ দশমিক ৬৮ শতাংশ। সবচেয়ে বেশি বেড়েছে মালয়েশিয়ার রিঙ্গিত, ৩৬ দশমিক ১০ শতাংশ।
এসময় কানাডীয় ডলারের দাম বেড়েছে ২১ দশমিক ৪৯ শতাংশ, সিঙ্গাপুরি ডলারের ২৭ দশমিক ৩১ শতাংশ, অস্ট্রেলীয় ডলারের ২১ দশমিক ৬৮ শতাংশ, সৌদি রিয়ালের ২৮ দশমিক ৯৬ শতাংশ এবং ভারতীয় রুপির ২০ শতাংশ।
আগস্ট মাস ২০২৫ সালের তথ্য অনুযায়ী মার্কিন ডলার ক্রয় ১২১ টাকা, বিক্রয় ১২২ টাকা ৫০ পয়সা; ইউরোপীয় ইউরো ক্রয় ১৩৮ টাকা ৭২ পয়সা বিক্রয় ১৪৪ টাকা ৭৮ পয়সা; ব্রিটেনের পাউন্ড ক্রয় ১৬০ টাকা ২৯ পয়সা বিক্রয় ১৬৭ টাকা ২৬ পয়সা; ভারতীয় রুপি ক্রয় ১ টাকা ৩৮ পয়সা বিক্রয় ১ টাকা ৪০ পয়সা; মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় ২৮ টাকা ৫০ পয়সা বিক্রয় ২৮ টাকা ৯৩ পয়সা; সিঙ্গাপুরের ডলার ক্রয় ৯২ টাকা ৭১ পয়সা বিক্রয় ৯৬ টাকা ৭৯ পয়সা; সৌদি রিয়াল ক্রয় ৩২ টাকা ২৪ পয়সা বিক্রয় ৩২ টাকা ৬৪ পয়সা; কানাডিয়ান ডলার ক্রয় ৮৭ টাকা ৯৫ পয়সা বিক্রয় ৮৯ টাকা ০৫ পয়সা ও অস্ট্রেলিয়ান ডলার ক্রয় ৭৮ টাকা ৯৪ পয়সা বিক্রয় ৭৯ টাকা ৯৮ পয়সা।
