টাকার অভাবে গায়ক আকবরের চিকিৎসা বন্ধ

টাকার অভাবে গায়ক আকবরের চিকিৎসা বন্ধ

অনলাইন ডেস্ক :

টাকার অভাবে ইত্যাদি থেকে উঠে আসা গায়ক আকবর আলীকে ছাড়তে হয়েছে হাসপাতাল; বাসায় নিয়ে যাওয়ার পর সাধারণ চিকিৎসা চালাতেও হিমশিম খাচ্ছে তার পরিবার।

জানা গেছে, কিডনি জটিলতাসহ বিভিন্ন রোগে আক্রান্ত আকবরকে গত ১৪ সেপ্টেম্বর রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে ২ দফায় তার পায়ে অস্ত্রোপচার করা হয়। কিন্তু পুরোপুরি সুস্থ হওয়ার আগেই গত সোমবার তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। আকবরের স্ত্রী কানিজ ফাতেমা গণমাধ্যমকে বলেন, তার স্বামীর পায়ে ‘পচন’ ধরেছে। চিকৎসকরা তার পা বাঁচানোর জন্য অস্ত্রপোচার করে পচন ধরা জায়গার কিছু অংশ বাদ দিয়েছেন। কিন্তু ভবিষ্যতে পচন বাড়লে পা কেটে ফেলতে হতে পারে। হাড় এবং সেখান থেকে শরীরের অন্য অংশে সংক্রমণ ছড়ালে আকবরের জীবন শঙ্কা তৈরি হতে পারে বলে জানালেন তার স্ত্রী। বাসা থেকেই যতটুকু সম্ভব চিকিৎসকের পরামর্শ নেয়া হচ্ছে জানিয়ে ফাতেমা বলেন, ‘প্রতিদিন ৫ হাজার টাকার ওষুধ কিনতে হয়। এত টাকা কোথায় পাব? ঘরের ফার্নিচারও বিক্রি করে দিয়েছি। বিক্রি করার মত আর কিছু নাই। এখন কারো কাছে টাকা ধার করার মতো অবস্থায়ও নেই। তিনি আরও বলেন, অনেকেই সহযোগিতা করেছেন। কার কাছে টাকা চাইব? কোনো উপায় দেখছি না, এজন্য বাসায় নিয়ে এসেছি। যন্ত্রণায় ছটফট করছে, সেটা দেখেও কিছু করতে পারছি না। খুব অসহায় লাগছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *