
অনলাইন ডেস্ক :
ঢালিউডের চিত্রনায়ক বর্তমানে জন্মভূমি পিরোজপুরে অবস্থান করছেন। সেখানে দুর্গাপূজার উৎসব উপলক্ষে নেছারাবাদের একটি পূজার অনুষ্ঠানে গেলে হাজারো দর্শক ভিড় জমান এই অভিনেতাকে দেখার জন্য। মঙ্গলুবার (৪ অক্টোবর) নিজের ফেসবুকে পূজার অনুষ্ঠানের বেশকিছু ছবি পোস্ট করে সেই কথাই জানালেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দুই বারের সাবেক সাধারণ সম্পাদক ও অভিনেতা জায়েদ খান। এ প্রসঙ্গে গণমাধ্যমকে জায়েদ খান বলেন, ‘পূজার আয়োজনে যাব শুনে ৩০ হাজার মানুষ উপস্থিত হয়েছিলেন। ঝড়-বৃষ্টি উপেক্ষা করে এই মানুষগুলো আমাকে দেখতে এসেছিলেন।’ তিনি আরও বলেন, আমাকে এখানকার মানুষ ভালোবাসে। গতরাতে সারাদেশেই বৃষ্টি ছিল। আর নদী বিধৌত পিরোজপুরে বৃষ্টির মাত্রাও কিছুটা বেশিই ছিল। এসব উপেক্ষা করে মানুষ এক নজর দেখতে আসে আমাকে। এতে ধন্য মনে করছি নিজেকে। এছাড়া সবার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন এই অভিনেতা।
