ছয়ে মুশফিক, সাতে মিরাজে আস্থা দলের

ছয়ে মুশফিক, সাতে মিরাজে আস্থা দলের

অনলাইন ডেস্ক :

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সুপার লিগের শেষ সিরিজ খেলবে বাংলাদেশ। ভারতে অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত বিশ্বকাপের প্রস্তুতির জন্য আরও একটি সিরিজ পাবে বাংলাদেশ। বিশ্বকাপের আগে আছে এশিয়া কাপ।

আয়ারল্যান্ডসহ ওই সিরিজ ও টুর্নামেন্টে ছয় নম্বরে ব্যাট করবেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। টিম ম্যানেজমেন্টের পরিকল্পনায় চারে সাকিব আল হাসান ও পাঁচে আছেন তৌহিদ হৃদয়। এছাড়া সাতে মেহেদি মিরাজে আস্থা কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও তার ম্যানেজমেন্টের। মঙ্গলবার আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। রোববার সংবাদ সম্মেলনে এসে তামিম বলেছেন, ‘সে (মুশফিক) ছয় নম্বরে ব্যাটিং করবে। এর মানে পাঁচে বা চারে ব্যাটিং করতে পারবে না, তা নয়। অনেক ম্যাচে দেখবেন চারে নেমে গেছে। আমাদের আরও কয়েকটা সিরিজ দেখার আছে। তবে এখন সে ছয়ে ব্যাটিং করবে।’ আয়ারল্যান্ড সিরিজে নিয়মিত ছয় ব্যাটার নিয়ে খেলেছে বাংলাদেশ। বোলিং অলরাউন্ডার হিসেবে খেলেছেন মেহেদি মিরাজ। বিশ্বকাপেও ওমনই পরিকল্পনা বাংলাদেশের। ভারতে বিশ্বকাপ হওয়ায় অতিরিক্ত একজন স্পিনার নিয়ে খেলার ইঙ্গিত করেছেন তামিম।

তিনি বলেন, ‘আমরা গত সিরিজ থেকে ছয় ব্যাটার নিয়ে খেলা শুরু করেছি। যাতে অলরাউন্ডারসহ অতিরিক্ত একজন বোলার থাকে। এশিয়ার কন্ডিশনে একজন স্পিনার বেশি খেলাব। সাত নম্বর খুবই গুরুত্বপূর্ণ (ব্যাটিং) পজিশনে। মিরাজ দেখিয়েছে সাতে তার সক্ষমতা আছে। ভারত সিরিজে সে একাই ব্যাটিং দিয়ে সিরিজ জিতিয়েছে। তাকে সাতে খেলাতে পারলে একজন বোলার বেশি খেলাতে পারবো। এই কম্বিনেশনগুলোই এখন দেখে নিতে হবে।’ আয়ারল্যান্ড কিংবা পরবর্তী সিরিজে মুশফিক ছয়ে, মিরাজ সাতে ব্যাটিং করলেও মাহমুদুল্লাহ রিয়াদ ও আফিফ হোসেনের সুযোগ শেষ হয়ে যাচ্ছে না বলেও মন্তব্য করেছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম, ‘অবশ্যই তিনি (রিয়াদ) আমাদের পরিকল্পনায় আছেন। শুধু উনি নন, এ মুহূর্তে যারা দলে নেই, কিন্তু প্রিমিয়ার লিগে ভালো করছে, তাদের নিয়েও কথাবার্তা বলছি। আফিফের কথা যদি বলি, তারও সুযোগ আছে। এশিয়া কাপ খেলার সময় ধারণা পেয়ে যাবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *