
অনলাইন ডেস্ক :
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে বার্সেলোনা ও ইন্টার মিলান উপহার দিল এক নাটকীয় ছয় গোলের থ্রিলার। অলিম্পিক স্টেডিয়ামে রেকর্ড দর্শকের সামনে দুই দল ৩-৩ গোলে ড্র করে সমান শক্তির লড়াই উপস্থাপন করে।
মাত্র ১ মিনিটেই ডামফ্রিজের ব্যাকহিল গোল এবং ২১ মিনিটে অ্যাক্রোব্যাটিক ভলিতে দ্বিতীয় গোল করে ইন্টারকে এগিয়ে নেন থুরাম ও ডামফ্রিজ। তবে হাল না ছেড়ে ২৩ মিনিটে লামিন ইয়ামাল গোল করে ব্যবধান কমান। এরপর রাফিনিয়ার চমৎকার অ্যাসিস্টে ফেরান তোরেস গোল করে প্রথমার্ধেই ম্যাচে সমতা ফেরান।
দ্বিতীয়ার্ধে আবার এগিয়ে যায় ইন্টার, কর্নার থেকে হেড করে ডামফ্রিজ করেন জোড়া গোল। তবে বার্সেলোনা ফিরে আসে আবারও, রাফিনিয়ার শট পোস্টে লেগে ইয়ান সোমারের পিঠ ঘেঁষে বল জালে জড়ায়। ৭৫ মিনিটে ইন্টারের মিখিতারিয়ানের গোল ভিএআরে অফসাইডে বাতিল হয়।
৬ মে জিউসেপ্পে মিয়াজ্জায় ফিরতি লেগে নির্ধারিত হবে ফাইনালিস্ট, যারা মুখোমুখি হবে পিএসজি বা আর্সেনালের।
