গ্রীসের অভ্যন্তরে একদিনে ছোট বড় ৩৮টি বনাঞ্চলে আগুন!

গ্রীসের অভ্যন্তরে একদিনে ছোট বড় ৩৮টি বনাঞ্চলে আগুন!

মোহাম্মদ স্বপন | এথেন্স, গ্রীস অনলাইন ডেস্ক |

বিগত বছরের ন্যায় এবারও গ্রীসে ২৪ ঘন্টায় ছোট বড় ৩৮টি বনাঞ্চলে আগুন লেগেছে। গ্রীক ফায়ার সার্ভিসের তথ্য মতে আমরা জানতে পেরেছি তারা ৩৬টি স্হানের জলন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। বাকি ২টি স্হানের আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিস।

গ্রীষ্মের শুরুতেই কেন বনাঞ্চলে আগুন লেগেছে সে বিষয়ে অগ্নি সংযোগ অপরাধ দমন অধিদপ্তরের ইউনিট অনুসন্ধানে নেমেছে।

গ্রীক ফায়ার ডিপার্টমেন্ট সমস্ত নাগরিকদের বিশেষভাবে সর্তকতা অবলম্বন করে চলাচলের অনুরোধ করেছেন।

সূত্রঃ প্রতোথেমা!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *