
অনলাইন ডেস্ক :
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ‘ক্রোম’ কিনে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে ওপেনএআই। যুক্তরাষ্ট্রে চলমান অ্যান্টিট্রাস্ট মামলার শুনানিতে ওপেনএআই-এর প্রধান পণ্য কর্মকর্তা নিক টার্লি বলেন, গুগল যদি আইনি বাধ্যবাধকতায় ক্রোম বিক্রি করতে বাধ্য হয়, তাহলে ওপেনএআই তা অধিগ্রহণে প্রস্তুত।
টার্লির মতে, গুগল অনুসন্ধান ও বিজ্ঞাপন বাজারে এমন একচেটিয়া আধিপত্য তৈরি করেছে যা শুধু এআই উন্নয়নে নয়, পুরো ইন্টারনেট ব্যবস্থায় প্রতিযোগিতাকে ব্যাহত করছে।
ওপেনএআই বিশ্বাস করে, ক্রোমের মতো একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তাদের এআই-ভিত্তিক সার্চ অভিজ্ঞতা বাস্তবায়নে সহায়ক হবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা পেতে পারেন আরও উন্নত ও মানবঘনিষ্ঠ সার্চ সেবা।
বর্তমানে ওপেনএআই-এর চ্যাটজিপিটি, মাইক্রোসফট বিং-এর সার্চ ইঞ্জিনের সহায়তায় চলে। তবে ক্রোম অধিগ্রহণের মাধ্যমে নিজস্ব সার্চ এক্সপেরিয়েন্স তৈরির দিকে বড় পদক্ষেপ নিতে চায় প্রতিষ্ঠানটি।
এদিকে, গুগলের একচেটিয়া দখলের বিরুদ্ধে মার্কিন সরকারের চলমান মামলায় প্রযুক্তি দুনিয়ায় আলোড়ন সৃষ্টি হয়েছে।
