কুয়াকাটায় সাড়ে ৫ হাজার টাকায় বিক্রি এক ইলিশ!

কুয়াকাটায় সাড়ে ৫ হাজার টাকায় বিক্রি এক ইলিশ!

অনলাইন ডেস্ক :

পটুয়াখালীর কুয়াকাটায় ১ কেজি ৮শ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ নিলামে ৫ হাজার ৬২৫ টাকায় বিক্রি হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোরে কুয়াকাটার গঙ্গামতি সংলগ্ন বঙ্গোপসাগরে জেলে শিনু গাজীর জালে ধরা পড়ে এই বড় ইলিশ।

সকাল ১০টার দিকে কুয়াকাটা পৌর মাছ বাজারে রাসেল ফিস আড়তে মাছটি তোলা হয়। নিলামে প্রতি কেজি ৩ হাজার ১২৫ টাকা দরে, মোট ৫ হাজার ৬২৫ টাকায় ফিস পয়েন্টের ব্যবস্থাপনা পরিচালক নাসির মুন্সি মাছটি ক্রয় করেন। এ সময় বাজারে বড় ভিড় জমে যায়।

জেলে শিনু গাজী জানান, চর বিজয় দ্বীপের পূর্ব পাশে জাল ফেললে অন্যান্য মাছের সঙ্গে এই বড় ইলিশ ধরা পড়ে। তিনি বলেন, বড় মাছের দাম বেশি, পেলে পরিবার-পরিজন নিয়ে ভালো থাকা যায়।

রাসেল ফিস আড়তের মালিক রাসেল বলেন, এত বড় ইলিশ এই বাজারে খুব কমই আসে। স্থানীয় ক্রেতা ইমরান গাজী আক্ষেপ করে বলেন, ৩ হাজার টাকা কেজি দরে ইলিশ নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে চলে গেছে। আগে বছরে অন্তত একবার ঘরে ইলিশ উঠলেও এখন তা স্বপ্নের মতো।

ওয়ার্ল্ডফিশ-বাংলাদেশের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান জানান, বড় ইলিশে ফ্যাট বেশি থাকায় এতে ওমেগা-৩ ও ভিটামিন থাকে, যা হৃদরোগ, চোখ ও মস্তিষ্কের জন্য উপকারী।
তিনি বলেন, ছোট ইলিশের অতিরিক্ত আহরণ, নদীতে পানি কমে যাওয়া, অবৈধ জাল ব্যবহার, মাছের অভিবাসনে বাধা ও পানি দূষণ—এসবই বড় ইলিশের সংখ্যা কমিয়ে দিচ্ছে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এ ধরনের বড় মাছ ধরা নিষেধাজ্ঞার সুফল। গভীর সমুদ্রে এ সাইজের মাছ বেশি থাকে, জালের প্রশস্ততা বাড়ালে আরও বড় ইলিশ ধরা পড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *