কিডনি থেকে ৫.২ ইঞ্চি পাথর অপসারণ করে বিশ্ব রেকর্ড

কিডনি থেকে ৫.২ ইঞ্চি পাথর অপসারণ করে বিশ্ব রেকর্ড

অনলাইন ডেস্ক :

কিডনি থেকে সবচেয়ে বড় পাথর অপসারণ করে বিশ্ব রেকর্ড গড়েছেন শ্রীলঙ্কা সেনাবাহিনীর একদল চিকিৎসক। মঙ্গলবার (১৩ জুন) লঙ্কান সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

হংকংভিত্তিক চীনা সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, চলতি মাসের শুরুতে কলম্বো আর্মি হাসপাতালে অস্ত্রোপচারটি করা হয়। অস্ত্রোপচারের মাধ্যমে কিডনি থেকে পাথরটি অপসারণ করা হয়। পাথরটির দৈর্ঘ্য ১৩ দশমিক ৩৭২ সেন্টিমিটার এবং ওজন ৮০১ গ্রাম। কোনো ব্যক্তির কিডনি থেকে বৃহত্তম পাথর অপসারণের রেকর্ডটি আগে ছিল ভারতীয় চিকিৎসকদের। ২০০৪ সালে তারা এ রেকর্ড করেছিলেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য বলছে, ২০০৪ সালে ভারতীয় চিকিৎসকরা কিডনি থেকে যে পাথরটি অপসারণ করেন সেটি লম্বায় ছিল প্রায় ১৩ সেন্টিমিটার।

তবে কোনো ব্যক্তির কিডনি থেকে সবচেয়ে ভারী পাথর অপসারণের ঘটনাটি পাকিস্তানের। দেশটিতে ২০০৮ সালে এক ব্যক্তির কিডনি থেকে ৬২০ গ্রাম ওজনের একটি পাথর অপসারণ করা হয়। শ্রীলঙ্কার চিকিৎসকদের গড়া রেকর্ডটি নিশ্চিত করেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ। তারা বলেছে, ১ জুন কিডনি থেকে পাথরটি অপসারণ করা হয়। পাথরটি লম্বায় ১৩ দশমিক ৩৭২ সেন্টিমিটার (৫ দশমিক ২৪৬ ইঞ্চি)। আগের রেকর্ডটি হয়েছিল ২০০৪ সালে। পাথরটির দৈর্ঘ্য ছিল ১৩ সেন্টিমিটার। কলম্বো আর্মি হাসপাতালের জেনিটো ইউরিনারি ইউনিটের প্রধান লেফটেন্যান্ট কর্নেল কে সুতারশানের নেতৃত্বে এই অস্ত্রোপচার সম্পন্ন হয়। তার সঙ্গে অস্ত্রোপচারে অংশ নেন ক্যাপ্টেন ডব্লিউপিএসসি পাথিরাথনা ও থামাশা প্রেমাথিলাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *