ইসরায়েলে দাবানলে জাতীয় জরুরি অবস্থা, জনজীবনে বিপর্যয়

ইসরায়েলে দাবানলে জাতীয় জরুরি অবস্থা, জনজীবনে বিপর্যয়

অনলাইন ডেস্ক :

ইসরায়েলজুড়ে ভয়াবহ দাবানলে দেশটিতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, জেরুজালেমের পার্বত্য এলাকা থেকে শুরু হওয়া আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সেনাবাহিনী মোতায়েনের আহ্বান জানিয়েছেন। আগুনের কারণে কয়েকটি আবাসিক এলাকা খালি করে দেওয়া হয়েছে এবং তেল আবিব-জেরুজালেম মহাসড়ক রুট-১সহ গুরুত্বপূর্ণ সড়ক ও ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, প্রচণ্ড গরম ও বাতাস আগুন নিয়ন্ত্রণে বিঘ্ন সৃষ্টি করছে। পাঁচটি স্থানে আগুন জ্বলছে, নিরাপত্তার স্বার্থে আশপাশের গ্রাম ও স্থাপনাও খালি করা হয়েছে। পর্যটকদের সরিয়ে নেওয়া হয়েছে পার্ক এলাকা থেকেও। গত এক সপ্তাহে দ্বিতীয়বারের মতো এমন আগুনে ব্যাপক বিপর্যয় নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *