ইসরায়েলি প্রযুক্তি দিয়ে সাংবাদিকদের নজরদারি করছে ভারত

ইসরায়েলি প্রযুক্তি দিয়ে সাংবাদিকদের নজরদারি করছে ভারত

অনলাইন ডেস্ক :

পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে শীর্ষ সাংবাদিকদের টার্গেট করছে ভারত সরকার। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও ওয়াশিংটন পোস্ট যৌথ তদন্তে এমন তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) তদন্ত প্রতিবেদনটি প্রকাশ করে তারা।

পেগাসাস স্পাইওয়ার ইসরায়েলি সাইবার গোয়েন্দা সংস্থা এনএসও’র তৈরি। এটি ব্যবহার করে যে কারও ফোনের ম্যাসেজ, কল লিস্ট, ইমেইল, ছবি ও অবস্থান শনাক্ত করা সম্ভব। এমনকি, এটি ব্যবহার করে যে কার ছবিও তোলা যায়। বিশ্বজুড়ে বিভিন্ন দেশের সরকার ইসরায়েলর কাছ থেকে এ সফটওয়্যার কিনে নিজেদের স্বার্থে ব্যবহার করে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, চলতি বছরের অক্টোবরে সংবাদভিত্তিক ভারতীয় ওয়েবসাইট দ্য ওয়্যারের সাংবাদিক সিদ্ধার্থ ভরাদারাজন ও দ্য অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্টের আনন্দ মাঙ্গনালের আইফোন এই স্পাইওয়্যার টার্গেট করা হয়েছিল। সংস্থাটি আরও বলেছে, তাদের নিরাপত্তা ল্যাব ম্যাঙ্গনেলের ডিভাইসে জিরো ক্লিক ম্যালওয়্যার পাঠানোর প্রমাণ পেয়েছে। জিরো ক্লিক ম্যালওয়্যারের মাধ্যমে কোনো অ্যাপ ইন্সটলের নির্দেশ দেওয়ার মাধ্যমে যে কারও মোবাইল বা ল্যাপটপ হ্যাক করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *